মঙ্গলের বুকে চীনা রোভার ঝুরংয়ের ভিডিও প্রকাশ
মঙ্গলের বুকে ঘুরে বেড়াচ্ছে চীনের রোভার ঝুরং, সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির স্পেস এজেন্সি।
রোবটটি মঙ্গলের মাটিতে যে ক্যামেরা বসিয়েছিল, সে ক্যামেরাতেই ধরা পড়ে স্থিরচিত্রগুলো।
মে মাসে রোভার ঝুরং-এর মঙ্গলে অবতরণ, রোভারটির প্যারাসুট সিস্টেমের ব্যবহার ও রোভারটির মঙ্গলের মাটিতে পা রাখার মুহূর্তটি প্রকাশিত হয় একইসঙ্গে।
চায়না ন্যাশনাল স্পেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলের বুকে রোভারটি ২৭ জুন পর্যন্ত ৪২ সোলসে ২৩৬ মিটার পথ পাড়ি দিয়েছে। এক সোলসে এক মঙ্গলীয় দিন, মঙ্গলের একদিনের দৈর্ঘ্য পৃথিবীর এক দিনের চেয়ে কিছুটা বেশি, ২৪ ঘণ্টা ৩৯ মিনিট।
মঙ্গলকে ঘিরে প্রদক্ষিণরত টিয়ানওয়েন-১ স্যাটেলাইটের মাধ্যমে ক্লিপগুলো পৃথিবীতে পাঠানো হয়।
মঙ্গলের মাটিতে তিনটি ভিডিও ধারণ করে পাঠানো হয়েছে। ঝুরং ওয়্যারলেস ক্যামেরাটি মাটিতে নামিয়ে রাখার পরই প্রথম ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে ক্যামেরাটি মাটিতে নামিয়ে রোবটটিকে পিছিয়ে যেতে দেখা যায়।
দ্বিতীয় ভিডিওটিতে ঝুরংকে ল্যান্ডিং প্লাটফর্মের পাশে বসে ধীর তালে হাঁটাচলা করতে দেখা যায়। আর তৃতীয় ভিডিওটিতে রোভারটির ল্যান্ডিং প্লাটফর্ম থেকে মাটিতে নেমে আসার দৃশ্য ধরা পড়েছে। এই ভিডিওটির আকর্ষণীয় বিষয় ছিল এতে শব্দও ছিল। রোবটটির চলাচলের আওয়াজও স্পষ্ট শোনা যায় ভিডিওটিতে।
তবে মঙ্গলের আবহাওয়ার কারণে পৃথিবীর মতো একইরকম শব্দ শোনা যায় না গ্রহটিতে।
বিজ্ঞানীরা আশা করছেন ঝুরং নামের এই রোবটটি অন্তত ৯০ মঙ্গলীয় দিন সচল থাকবে।
রোবটটির ওজন ২৪০ কেজি, ছবি তোলার জন্য ক্যামেরা, দিক নির্দেশনার যন্ত্রপাতি, মঙ্গলের মাটির পাথর ও পরিবেশের প্রকৃতি বিশ্লেষণের জন্য আরও পাঁচ ধরনের যন্ত্রপাতি সংযুক্ত আছে রোবটটির শরীরে।
- সূত্র: বিবিসি