টোকিও অলিম্পিকে প্রথম ডোপ পাপের ঘটনা, নিষিদ্ধ ওকাগবারে
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে লং জাম্পে রৌপ্যপদক জেতেন ব্লেসিং ওকাগবারে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি ইভেন্টে স্বর্ণ জেতা ৩২ বছর বয়সী এই স্প্রিন্টারের টোকিও অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার...