‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজের সঙ্গে জুটি বাঁধছেন ২৭ বছরের ছোট অভনীত

সাই কবীর পরিচালিত এই ছবি ঘোষণার প্রথম দিন থেকেই চর্চায় রয়েছে। তার অন্যতম কারণ, ছবির নায়ক-নায়িকার মধ্যে প্রায় ২৭ বছরের ফারাক রয়েছে। এবার এ নিয়েই মুখ খুলেছেন অভনীত নিজে।