‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজের সঙ্গে জুটি বাঁধছেন ২৭ বছরের ছোট অভনীত
২০১০ সালে জনপ্রিয় রিয়েলিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স'-এ অংশগ্রহণের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী অভনীত কউর। সেই সময় তার বয়স ছিল মাত্র আট। এরপর 'আলাদিন-নাম তো সুনা হোগা', 'চন্দ্র নন্দিনী'-র মতো ছোটপর্দার ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। পরবর্তী সময়ে 'কারিব কারিব সিঙ্গল', 'মর্দানি ২'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত আসন্ন ছবি 'টিকু ওয়েডস শেরু'-তে নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে।
ছবিতে অভনীত কউর-এর বিপরীতে দেখা যাবে নওয়াজকে। সাই কবীর পরিচালিত এই ছবি ঘোষণার প্রথম দিন থেকেই চর্চায় রয়েছে। তার অন্যতম কারণ, ছবির নায়ক-নায়িকার মধ্যে প্রায় ২৭ বছরের ফারাক রয়েছে। এবার এ নিয়েই মুখ খুলেছেন অভনীত নিজে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভনীত জানিয়েছেন, 'ছবিতে নায়ক-নায়িকার মধ্যে বয়সের ফারাক থাকার ফলে যে বিরাট কোনও সমস্যার সৃষ্টি হয়, এমনটা আমার মনে হয় না। এই ব্যাপারটি আগেও হয়েছে তবে সেসব ছবিতে নায়ক-নায়িকার অভিনয় বলতে গেলে সবকিছু ভুলিয়ে দিয়েছে। সেই সব ছবিও কিন্তু দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছে। ছবির প্রয়োজনেই আমি এবং নওয়াজ স্যার জুটি বেঁধেছি।'