আবারও মিথ্যা বলে ডেপের আইনজীবীদের হাতে ধরা পড়লেন অ্যাম্বার হার্ড!

হার্ড দাবি করেছেন, রায় ঘোষণার দিন জুরিদের মধ্যে ১৫ নম্বর জুরি ছিলেন নকল! কিন্তু ডেপের আইনজীবী বেঞ্জামিন চিউ অভিনেত্রীর বর্তমান দাবিদাওয়ার মধ্যে ফাঁক খুঁজে পেয়েছেন।