আবারও মিথ্যা বলে ডেপের আইনজীবীদের হাতে ধরা পড়লেন অ্যাম্বার হার্ড!
মানহানি মামলা শুরুর পর থেকেই আলোচনায় জনি ডেপ-অ্যাম্বার হার্ড। মামলার রায় হওয়ার পর ডেপভক্তরা খুশি হলেও বিচারকদের রায়ে অসন্তুষ্ট 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী। রায়ের পর থেকেই হার্ড ও তার আইনজীবীরা একের পর এক সন্দেহ-অভিযোগের তীর ছুঁড়েছেন বিচারকদের দিকে। তবে এবার শোনা যাচ্ছে, জনি ডেপের আইনি দলের হাতে অ্যাম্বার হার্ডের আরও একটি মিথ্যা ধরা পড়েছে!
কাউন্সিলে ডেপের প্রথম চেয়ার ছিলেন যিনি, সেই আইনজীবি বেঞ্জামিন চিউ অ্যাম্বার হার্ডের বর্তমান দাবিদাওয়ার মধ্যে ফাঁকফোঁকড় খুঁজে পেয়েছেন। হার্ড দাবি করেছেন, রায় ঘোষণার দিন জুরিদের মধ্যে ১৫ নম্বর জুরি ছিলেন নকল! কিন্তু বেঞ্জামিন চিউর ভাষ্যে, এমনটা হওয়া অসম্ভব।
ইয়াহু সূত্র জানিয়েছে, আদালতে হাজির করা চিঠিতে বলা হয়েছে, 'অ্যাম্বার হার্ড সরল মনেই একবার বলে ফেলেছেন যে তিনি মামলার শুনানির শুরু থেকেই ১৫ নম্বর জুরি সম্পর্কে সন্দিহান ছিলেন, কারণ ওই জুরির জন্ম ১৯৪৫ সালের পরে।"
আরও বলা হয়, "সে কারণেই অ্যাম্বার হার্ড স্বীকার করেছেন যে শুনানি আরম্ভ হওয়ার আগেও, এবং ছয় সপ্তাহব্যাপী শুনানির সময় যখন অন্তত দুটি বিকল্প বের করার সুযোগ ছিল, তখনো তার হাতে জুরি-সংক্রান্ত এই অভিযোগ তদন্ত করার বা নতুন ফ্যাক্ট আবিষ্কার করার যথেষ্ট সময় ছিল।
ফলে স্পষ্টতই, এতদিন যাবত যখন অ্যাম্বার হার্ড এ বিষয়গুলো নিয়ে তদন্ত করেননি, তাই এখন এ ব্যাপারে তদন্ত করার অধিকার তার নেই এবং মামলার রায়ে ভুল হয়েছে দাবি করার সুযোগও নেই।"
তার মানে কি ক্ষতিপূরণের অর্থ মওকুফ বা কমানোর জন্যই আবারও মিথ্যার আশ্রয় নিচ্ছেন মার্কিন অভিনেত্রী? নাকি নিজেই জড়িয়ে যাবেন নতুন করে আরও একটি মানহানি মামলায়? অ্যাম্বার হার্ডের ভবিষ্যতে কী হবে তা হয়তো এখন সময়ই বলে দিবে! ততদিন পর্যন্ত আগ্রহীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই!
সূত্র: জিও টিভি