চট্টগ্রামের ১৫ মহাসড়ক খুলে দিল পর্যটনের অপার সম্ভাবনার দ্বার

বারৈয়ারহাট-নারায়ণহাট-ফটিকছড়ি পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চট্টগ্রাম জেলার সবচেয়ে উঁচু সড়ক। এ সড়কের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য্য আর রহস্য। এ সড়কটি এত উঁচু যে মনে হবে চলতে চলতে মেঘের...