অন্দরসজ্জায় বাঁশের ঝাড়বাতি আর ল্যাম্পশেডে মুগ্ধতা ছড়াবে আলো-আঁধারির খেলা
ঝাড়বাতি থেকে শুরু করে ল্যাম্পশেড; বাঁশ দিয়ে তৈরি হয় সবই। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হওয়ায় খুব দ্রুত এ ধরনের পণ্য দখল করে নিয়েছে সব ধরনের খদ্দেরের মন। তার প্রমাণ মিলবে ব্যাম্বু ফালকের ফেসবুক পেজে গেলেই।