বাজফিডের জন্ম, বাজফিডের মৃত্যু, দুইয়ের পেছনেই রয়েছে ফেসবুক

সারাবিশ্বে বিনামূল্যে সংবাদ ছড়িয়ে দিতে বাজফিড তৈরি করেছিল ফেসবুক, কিন্তু গত ২০ এপ্রিল সেই বাজফিড নিউজই বন্ধ হয়ে গেল। কী কারণ ছিল এর পেছনে? কারণগুলো উঠে এসেছে ওয়্যারড-এর প্রতিবেদনে।