আবহাওয়া অফিসের পূর্বাভাসের বিপরীত হয় কেন?
সারাদেশে বেশ শীত অনুভূত হলেও, ঢাকায় নেই শীতের ধারাবাহিকতা। একদিন শীত অনুভূত হলে, পরেরদিন হয়তও থাকছে কিছুটা গরম, তারপরে আবার শীত। ছন্দহীন শীতকালের সামনের কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলছেন আবহাওয়াবিদ বজলুর রহমান।