তিমির লেজে রক্ষা পেল ট্রেন!
মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেল ট্রেন। রক্ষা পেল তিমির লেজের সহায়তায়!
ঘটনা গত সোমবারের, নেদারল্যান্ডের বন্দর শহর রটারডামের। একটি মেট্রো ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে যাচ্ছিল পানিতে। কিন্তু পাশে থাকা একটি তিমির লেজের ভাস্কর্যে আটকে গিয়ে শেষ রক্ষা পায় সেটি।
সে সময়ে ট্রেনটিতে ছিলেন শুধুই চালক। তিনি অক্ষত রয়েছেন।
ট্রেনটির সামনের দিকের ৩০ ফুটের মতো অংশ ভাস্কর্যটিতে আটকে গিয়ে ঝুলে থাকার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
'''ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে যাওয়ার মুহূর্তে ''সেভড বাই দ্য হোয়াল'স টেইল'' নামের ভাস্কর্যের কারণে রক্ষা পেয়েছে। আক্ষরিক অর্থেই এমন ঘটনা ঘটেছে,''' বলে এএফপিকে জানান ওই অঞ্চলের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা কার্লি গর্টার।
'তিমির লেজের কারণে চালকের জীবন বেঁচে গেছে- এ সত্যি এক অবিশ্বাস্য ব্যাপার,' বলেন তিনি।
মেট্রো লাইনের নিচের একটি পার্কে ওই ভাস্কর্য ২০ বছর আগে বানানো হয়।
- সূত্র: এএফপি