বত্তিচেল্লির দুর্লভ পেইন্টিং নিলামে, ৬৮০ কোটি টাকা দাম ওঠার প্রত্যাশা
কিছু চিত্রকর্ম আক্ষরিক অর্থেই অমূল্য। সেগুলো কেনার সামর্থ খুব বেশি মানুষের নেই বলেই শুধু নয়, বরং শিল্পী স্বয়ং এতই বিশিষ্ট, তার কর্মের মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব।
এমনই এক চিত্রশিল্পী সান্দ্রো বত্তিচেল্লি। রেনেসাঁ যুগের এই ইতালিয়ান চিত্রশিল্পীর জন্ম আনুমানিক ১৪৪৫ সালে; মৃত্যু ১৫১০ সালে। তার 'ফ্লোরেন্টাইন রেনেসাঁ' সময়কালের প্রথম দিকের চিত্রকর্ম 'দ্য বার্থ অব ভেনাস'-এর কথাই ভাবুন। ঝিনুকের খোলস থেকে বেরিয়ে আসা সোনালি চুলের অপ্সরীর ছবিটি দেখেননি, এমন শিল্পমনা মানুষ খুব কমই আছেন জগতে।
তবে তার আঁকা ছবির নিলাম এখনো হয়! আগামি বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে 'পোর্ট্রেট অব অ্যা ইয়ং ম্যান হোল্ডিং অ্যা রাউন্ডেল' ছবিটি নিলামে তুলতে যাচ্ছে সোথবাই। ধারণা করা হয়, ১৪৭০-এর দশকের শেষ কিংবা ১৪৮০-এর দশকের শুরুর দিকে ছবিটি এঁকেছিলেন ওই মহাশিল্পী।
ছবিটির দাম ৮ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬৮০ কোটি ৪০ লাখ টাকা ওঠার আশা করছে নিলাম কোম্পানি সোথবাই।
বত্তিচেল্লি যে শহরে থাকতেন, সেই ফ্লোরেন্সের এক তরুণের প্রতিকৃতি এটি। সে হাতে ধরে রেখেছে কোনো এক সন্তের একটি বৃত্তাকার ছবি।
বলে রাখা ভালো, ১৪৯৭ সালে গির্জার চোখে পাপকর্ম হিসেবে বিবেচিত কসমেটিকস, চিত্রকর্ম ও বইপত্র পুড়িয়ে দেওয়ার জন্য ফ্লোরেন্সের ধর্মান্ধ তরুণদের আহ্বান জানিয়েছিলেন সাভোনারোলা নামের এক পাদ্রি। সেই আহ্বানে সাড়া দিয়ে ঘটানো হয়েছিল ইতিহাসের কুখ্যাত 'বনফায়ার অব দ্য ভ্যানিটিস'। সেই ধ্বংসযজ্ঞ থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যায় এই চিত্রকর্ম।
১৯৮২ সালে সোথবাইয়ের এক অজ্ঞাত বিক্রেতার কাছ থাকে ৮১ লাখ মার্কিন ডলারে এটি কিনে নিয়েছিলেন এর বর্তমান সংগ্রাহক।
গত ৫০ বছরে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম, ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি ও লন্ডনের রয়েল একাডেমি অব আর্টস-সহ বেশ কিছু গ্যালারিতে এই চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। তবে মাঝখানে কয়েক শতাব্দী খোঁজ না থাকলেও, এটি ইতিহাসের আলোর নিচে আসে ১৯৩০-এর দশকে। সে সময় যুক্তরাজ্যের ওয়েলসের লর্ড নিউবরাগ তার বাড়ির মালপত্রের মধ্যে এই দুর্লভ চিত্রকর্ম খুঁজে পেয়েছিলেন।
ধারণা করা হয়, এক সময়ে ইতালির তুস্কানি শহরে থাকা তার পূর্বপুরুষ ও ব্রিটিশ রাজনীতিক স্যার থমাস ওয়াইন ওরফে ফার্স্ট লর্ড নিউবরাগ (১৭৩৬-১৮০৭) পারিবারিক সংগ্রহশালার জন্য চিত্রকর্মটি কিনে এনেছিলেন। পরে লর্ড নিউবরাগ সেটি একজন ব্যক্তিগত শিল্প সংগ্রাহকের কাছে বিক্রি করে দেন। ওই সংগ্রাহকের উত্তরাধিকারীরা ১৯৮২ সালে পেইন্টিংটি নিলামে তোলেন।
- সূত্র: দ্য ন্যাশনাল