ভ্যাকসিন নিতে রাজি না হলেই গ্রেপ্তার!
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/06/22/vaccine_phobia.jpg)
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার দেশের নাগরিকদের প্রতি কঠোর হুঁশিয়ারি ঘোষণা করে বলেছেন, কেউ কোভিড-১৯-এর ভ্যাকসিন নিতে রাজি না হলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এরপরও কারও যদি ভ্যাকসিন গ্রহণে অনাগ্রহ থাকে, তাদের ভালোয় ভালোয় দেশ থেকে বিদায় হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি!
বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য আলোচিত রাষ্ট্রপ্রধান রদ্রিগো সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে জানান, ভ্যাকসিন না নেওয়া হলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে বলে এ ব্যাপারে কঠোর হতে বাধ্য হয়েছেন তিনি।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/06/22/duterte.jpg)
'আমাকে ভুল বুঝবেন না? আমাদের দেশ একটা সংকটে পড়ে গেছে। এটি একটি জাতীয় জরুরি প্রয়োজন। আপনি যদি ভ্যাকসিন নিতে না চান, তাহলে আপনাকে গ্রেপ্তার করে আপনার পশ্চাৎদেশে ভ্যাকসিন ইনজেক্ট করে দেব আমি,' বলেন প্রেসিডেন্ট রদ্রিগো।
তিনি আরও বলেন, 'ভ্যাকসিন গ্রহণে আপত্তি থাকলে আপনি বরং ফিলিপাইন ছাড়ুন। ভারত, আমেরিকা কিংবা যে দেশে খুশি, চলে যান।'
এ সময়ে ভ্যাকসিন গ্রহণে অনাগ্রহীদের তালিকা করার জন্য আঞ্চলিক নেতাদের নির্দেশ দেন তিনি।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/06/22/phil.jpg)
বলে রাখা ভালো, এশিয়ার অন্যতম কোভিড-১৯ হটস্পট হিসেবে ফিলিপাইনে এ পর্যন্ত ১.৩ মিলিয়নেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ হাজার ৭৪৯ জন।
-
সূত্র: এপি