কোভিড থেকে সুস্থ হয়ে ১২১তম জন্মদিন উদযাপন করলেন 'বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি'
কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পরপরই নিজের ১২১ তম জন্মদিন উদযাপন করেছেন ব্রাজিলের আন্দ্রেলিনো ভিয়েরা দা সিলভা। দাবি করা হচ্ছে, তিনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ।
ব্রাজিলের গোয়াস রাজ্যের অ্যাপারেসিদা দে গোয়ানিয়া শহরের বাসিন্দা দা সিলভা গত ৩ ফেব্রুয়ারি নিজের পরিবার ও ঘনিষ্টজনদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন।
সাত সন্তানের এই জনক মাত্র কয়েকদিন আগেই পরিবারসহ করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
আইডি কার্ড অনুসারে, ১৯০১ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন দা সিলভা। বয়স যাচাই করা হলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি। তার সাত সন্তানের মধ্যে পাঁচজন এখনও জীবিত আছেন।
মুহূর্তটি স্মরণীয় করে রাখতে, তার নাম এবং বয়স লেখা কেক কেটে দিনটি উদযাপন করেছেন পরিবারের সবাই।
বিশ্বের সবচেয়ে বয়স্ক সার্টিফিকেটধারী জীবিত ব্যক্তি হলেন জাপানের কেন তানাকা। গত মাসেই তিনি নিজের ১১৯তম জন্মদিন উদযাপন করেছেন।
তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ফুকুওকার একটি নার্সিং হোমে থাকছেন। ২০১৯ সালে ১১৬ বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তিনি।
এদিকে, দা সিলভা এবং তার পরিবার তার বয়স আনুষ্ঠানিকভাবে যাচাই করতে ইচ্ছুক কিনা তা এখনও স্পষ্ট নয়।
- সূত্র: দ্য ডেইলি মেইল