দেশ-বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করতে মার্চে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট
দেশ-বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করতে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বড় বড় শিল্প গ্রুপগুলোকে সামিটে আমন্ত্রণ জানানো হবে।
ভারতের আদানি গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, জাপানের সুমিৎসু করপোরেশনসহ যেসব গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা করছে, তারাও সামিটে অংশ নেবে বলে জানিয়েছেন বিডার কর্মকর্তারা।
মুজিববর্ষ উপলক্ষ্যে 'বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট' নামের সম্মেলনটি ভার্চুয়ালি আয়োজন করা হবে।
মার্চের প্রথমার্ধে সামিট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একটি সভাও হয়েছে। বিনিয়োগ আকৃষ্টে এটি একটি বড় উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২০১৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে। তাতে দেশি-বিদেশি উদ্যোক্তা ও গবেষকসহ ১১ দেশের ৭৩০ জন অংশ নেন। এর মধ্যে ২৮০ জন ছিলেন বিদেশি।
ওই সম্মেলনে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল ভারতের রিলায়েন্স ও আদানি গ্রুপ। সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, রবি আজিয়াটার আঞ্চলিক প্রধান ড. হ্যান্স উই জয়সুরিয়া ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) আঞ্চলিক প্রধান সুজয় বস।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আদানি গ্রুপ ইকোনমিক জোন করছে। সেখানে তাদের বড় বিনিয়োগ পরিকল্পনা আছে। আশা করছি তারা সামিটে যোগ দেবে।'
তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যেই যেসব বিদেশি কোম্পানি বিনিয়োগ করেছে, সামিটে তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে। কারণ অন্যদের আকৃষ্ট করতে হলে তাদের সহায়তা লাগবে। বিদেশে তারাই বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।
বিডার কর্মকর্তারা জানান, সামিট আয়োজনের জন্য গত ২৬ নভেম্বর ১৩ সদস্যের কমিটি গঠন করেছে বিডা। সংস্থাটির নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব মোহসিনা ইয়াসমিনকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও বিশ্বব্যাংক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আএফসি) প্রতিনিধিও রয়েছেন।
২০১৬ সালের চেয়ে এবার আরও বেশি বিদেশি শিল্প গ্রুপ সামিটে অংশ নেবে বলে আশা করছে বিডা। কমিটির একজন সদস্য বলেন, যেহেতু সম্মেলনটি এবার ভার্চুয়ালি হবে, তাই বিদেশি উদ্যোক্তাদের আসা-যাওয়া, থাকা নিয়ে বাড়তি সময় ব্যয় হবে না। ভার্চুয়ালি কানেক্টেড হতে আগ্রহীও হবেন তারা।
এর আগে গত জানুয়ারি মাসে বঙ্গবন্ধু ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করেছিল বিডা। বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড দেওয়ার সম্মতি চেয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে এখনো ট্রাস্টের পক্ষ কোনো সাড়া মেলেনি বলে জানান বিডার কর্মকর্তারা।