গ্যাসের দাম বাড়ায় অর্থবছরের ৬ মাসে তিতাসের রেভিনিউ ৮২ শতাংশ বেড়ে ১৭ হাজার ১৮৪ কোটি টাকা
গ্যাসের দাম বাড়ার বদৌলতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির রেভিনিউ চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথমার্ধে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিতাস গ্যাসের অর্ধ-বার্ষিক আর্থিক হিসাব অনুযায়ী, কোম্পানিটি ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ১৮৪ কোটি টাকা রেভিনিউ পেয়েছে, যা আগের ২০২২–২৩ অর্থবছরের একই সময়ে ছিল নয় হাজার ৮৪২ কোটি টাকা।
২০২৩ সালের জানুয়ারিতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতগুলোতে সরকারি ভর্তুকির সামঞ্জস্য করতে নতুন ট্যারিফ নির্ধারণ করে। ফেব্রুয়ারি থেকে নতুন এ ট্যারিফ হার কার্যকর করা হয়।
নতুন ট্যারিফ রেট অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এবং বড় ও মাঝারি শিল্পসমূহ এখন আগের হারের তুলনায় যথাক্রমে ১৭৯, ১৫০ এবং ১৫৫ শতাংশ বেশি ট্যারিফ প্রদান করছে। অন্যদিকে ক্ষুদ্র, কুটির এবং অন্যান্য শিল্প গ্যাস ব্যবহারের জন্য ১৭৮ শতাংশ বেশি ট্যারিফ পরিশোধ করছে।
তবে রেভিনিউ উল্লেখযোগ্যহারে বাড়ার পরও তিতাসের নিট মুনাফা ৬২ শতাংশ কমে হয়েছে ৪৬ কোটি ৮২ লাখ টাকা।
২০২২–২৩ অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটি ১২৪ কোটি ৯০ কোটি টাকা মুনাফা করেছিল। তবে সরকার সিস্টেম লস বিবেচনা না করে রেভিনিউ গণনা করায় এবার তিতাসের লাভ কমেছে।
এর আগে তিতাস সিস্টেম লস হিসেবে মোট রেভিনিউর ওপর ২ শতাংশ ছাড় সুবিধা পেত। কিন্তু এখন সরকার অ্যাকচুয়াল বেসিসে সিস্টেম লস গণনা করছে। ফলে ২০২৩–২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তিতাসের গ্রস মুনাফা ৪৪ শতাংশ কমে ১৭০ কোটি টাকা হয়েছে।