মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ঊর্ধ্বমুখী রাখার পরামর্শ দিয়েছে আইএমএফ: বাংলাদেশ ব্যাংক
দীর্ঘসময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কবলে রয়েছে বাংলাদেশ, এই প্রেক্ষাপটে মূল্যস্ফীতি কমে না আসা পর্যন্ত নীতি সুদহার উপরের দিকে রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের শর্তাবলী পর্যালোচনা করতে আইএমএফ মিশনের প্রধান ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার ঢাকায় এসেছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এই প্রতিনিধি দল। এসময় তাঁরা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
হুসনে আরা শিখা জানান, আইএমএফ বলেছে, বাংলাদেশে বর্তমানে মূল্যস্ফীতি ১১ শতাংশের উপরে। ২০২৫ সাল জুড়ে মূল্যস্ফীতি ১০ শতাংশের আশেপাশে থাকবে। এরপরে ৬ থেকে ৭ শতাংশে নামতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।
আইএমএফ দেওয়া শর্ত পূরণের ওপর নির্ভর করছে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি। বাংলাদেশকে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছিল আইএমএফ।
সংস্থাটির দেওয়া শর্তের প্রায় সবই পূরণের পথে থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে রয়েছে। তবে বেশিরভাগ শর্ত পূরণের অগ্রগতি দেখিয়ে এরইমধ্যে কিস্তি ছাড় করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণের অনুমোদন দেয়। শর্ত সাপেক্ষে বাংলাদেশকে এই ঋণ দেওয়ার কথা ছিল সংস্থাটির। সাত কিস্তিতে দেওয়া এই ঋণের প্রতি কিস্তি ছাড়ের আগে পর্যালোচনা করছে আইএমএফ প্রতিনিধিদল।