অনূর্ধ্ব ৫৫ বছরের নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া স্থগিত করল কানাডা
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বাধার আশঙ্কা থেকে ৫৫ বছরের কম বয়সী নাগরিকদের ভ্যাকসিন দেওয়া স্থগিত করেছে কানাডা।
নিরাপত্তাজনিত কারণে স্থগিত করার পরামর্শ দিয়েছে দেশটির টিকাদান সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটি। গতকাল সোমবার টিকাদান স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
টিকাদান সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সহ-সভাপতি ডা. শেলি ডিকস বলেন, "সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সুফল কতোটুকু সেব্যাপারে অনিশ্চয়তা বিরাজ করছে,"
ডা. শেলি জানান, ইউরোপে প্রতি এক লাখে একজনের রক্ত জমাট বাধার প্রমাণ সাপেক্ষে সংশোধিত গাইডলাইন প্রণয়ন করা হয়, যা ইতোপূর্বে অনুমিত প্রতি ১০ লাখে একজনের রক্ত জমাট বাধার ঝুঁকির চেয়ে অনেক বেশি।
তিনি আরও জানান, ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাধা সমস্যার সম্মুখীন হওয়া বেশিরভাগই ৫৫ বছরের কম বয়সী নারী।
ইউরোপে রক্ত জমাট বাধা বাধার ঝুঁকির কোনো প্রমাণ পায়নি অ্যাস্ট্রাজেনেকা, তবে ম্যানিটোবা ভ্যাকসিন ইমপ্লেমেন্টেশন টাস্কফোর্সের ডা. জস রেইমার জানিয়েছেন, ইউরোপে, বিশেষত নারীদের মধ্যে বিরল কিন্তু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
রেইমারের মতে, ভ্যাকসিন নেওয়ার চার- ২০ দিনের মধ্যে রক্ত জমাট বাধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এর প্রভাবও স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কাছাকাছি।
"যদিও আমরা এখনো বিশ্বাস করি ভ্যাকসিনের সুফল ঝুঁকির চেয়ে বেশি, কিন্তু আমি এই 'সম্ভাব্যতার' ব্যাপারে স্বস্তিবোধ করছি না। আমি ইউরোপ থেকে আসা আরও তথ্য যাচাই করে ঝুঁকি-সুফলের বিশ্লেষণের ব্যাপারে নিশ্চিত হতে চাই," বলেন রেইমার।
জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্স উদ্যোগের আওতায় ৭০টিরও বেশি দেশে অনুমোদন পাওয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যাবে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে।
হেলথ কানাডা ও এর প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. সুপ্রিয় শর্মার তথ্যমতে, কানাডায় রক্ত জমাট বাধার প্রমাণ পাওয়া যায়নি। ভ্যাকসিনের সব সম্ভাব্য ঝুঁকির চেয়ে সুফলই বেশি, জানান ডা. শর্মা।
কানাডার সবচেয়ে জনবহুল অঞ্চল ওন্টারিওতে শুধু ৬০ বছর বয়সী ও ততোর্ধদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
"এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কোনো সমস্যা দেখা যায়নি," বলেন ওন্টারিওর প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. ডেভিড উইলিয়ামস।
রক্ত জমাট বাধার আশঙ্কায় বেশ কিছু ইউরোপিয়ান দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া স্থগিত করার পর, ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ভ্যাকসিনটি কার্যকর ঘোষণার পর আবারও টিকাদান শুরু করেছে দেশগুলো।
যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বড় পরিসরে ভ্যাকসিনটির টিকাদান কর্মসূচি চলছে। তবে ভ্যাকসিনের কার্যকারিতার হার নিয়ে বিতর্ক সাম্প্রতিক রক্ত জমাট বাধার আশঙ্কা ইত্যাদি কারণে কিছু দেশে সাময়িকভাবে টিকাদান বন্ধ ছিল।
এ সপ্তাহে কানাডা যুক্তরাষ্ট্র থেকে ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবে।