ইরাকে করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু
ইরাকের নাসিরিয়া শহরের একটি হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন ৫০ জনের বেশি মানুষ। নিখোঁজ রোগীদের সন্ধানে হাসপাতালের ভেতর চলছে উদ্ধার কাজ।
সোমবার রাতে নাসিরিয়ার আল-হুসেইন নামের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটে।
আগুন লাগার সময় ভেতরে অন্তত ৬৩ জন মানুষ ছিলো বলে জানিয়েছেন একজন স্বাস্থ্য কর্মকর্তা।
এ ঘটনায় হাসপাতাল প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদেমি।
আগুন লাগা ওয়ার্ডটি ছিল নতুন। মাত্র তিন মাস আগে ৭০ শয্যার ওয়ার্ডটি নির্মিত হয় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
রয়টার্সের সূত্রানুসারে, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশের দুটি গাড়িতেও অগ্নি সংযোগ করেন তারা।
যুদ্ধবিধ্বস্ত ইরাকের স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই ভঙ্গুর। করোনা মহামারির কারণে দেশটি স্বাস্থ্যখাত বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন।
এর আগে, গত আপ্রিলে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অন্তত ৮২ জন নিহত হন। এছাড়া আহত হয়েছিলেন আরও ১১০ জন।
তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান-আল তামিমি এ ঘটনায় পদত্যাগ করেন।
সূত্র: বিবিসি