করোনাভাইরাসের নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’
যুক্তরাজ্যে করোনাভাইরাস নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা মোটেই 'নিয়ন্ত্রণে নেই' বলে সতর্ক করে দিয়ে সবাইকে নতুন কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি বলেন, লন্ডনসহ যেসব জায়গায় চার-স্তরের বিধিনিষেধ জারি রয়েছে তা না মানাটা 'পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে।'
লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে আরও দুই মাসের জন্য লকডাউনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দ্রুত ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কারণে সরকারকে বড়দিনে বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা বাদ দিতে হয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়, যুক্তরাজ্যে ভিন্ন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক দেশ এখন ব্রিটেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বা নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে।
নেদারল্যান্ডস এবং বেলজিয়াম এরই মধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। লন্ডন হতে বেলজিয়াম পর্যন্ত ট্রেন সার্ভিসও নিষিদ্ধ করা হয়েছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার সরকার ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে। ফ্রান্স এবং জার্মানিও একই ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে।
খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের মাত্র এক সপ্তাহ আগে সরকারের এই পদক্ষেপ থেকে বোঝা যায়, যুক্তরাজ্য সরকার চলমান পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে মনে করছে।