করোনায় আক্রান্ত ট্রাম্প ‘ফুসফুসে অসুবিধা’র কথা জানালেন
কোভিড-১৯-এর সঙ্গে লড়াইয়ের বিস্তারিত প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেন, ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন থাকার সময় ফুসফুসে খানিকটা চাপ বা অসুবিধা টের পেয়েছেন।
গত শুক্রবার ট্রাম্প ফক্স নিউজের টাকার কার্লসন শোতে ড. মার্ক সিগেলের মুখোমুখি হন। সিগেল একজন চিকিৎসক ও নিউইয়র্ক ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক এবং কোভিড-১৯ মোকাবেলায় ট্রাম্প প্রসাশনের নেওয়া পদক্ষেপের তিনি একজন জোরাল সমর্থক।
মার্কিন প্রেসিডেন্ট জানান, কোভিড আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার ফুসফুসের স্ক্যান করা হয়। 'তারা ফুসফুস স্ক্যান করেছে… নানা যন্ত্রপাতি দিয়ে, এবং ফলাফল ভালো এসেছে,' বলেন ট্রাম্প। 'প্রাথমিক ভাবে সেখানে হয়তো প্রতিবন্ধকতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল ভালো এসেছে এবং প্রতিদিন অবস্থার উন্নতি হয়েছে।'
হোয়াইট হাউসের চিকিৎসক সিন কনলিও বলেন, প্রেসিডেন্টের ফুসফুস স্ক্যান হয়েছে; কিছু সমস্যা পাওয়া গেছে, কিন্তু তা বড় ধরনের কিছু নয়। তবে কি ধরনের সমস্যা পাওয়া গেছে, তিনিও পরিস্কার করেননি।
ট্রাম্পের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে গত সপ্তাহে। তাকে তখন জরুরি ভিত্তিতে ওয়াল্টার রিড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেশ কয়েকদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। ইতোমধ্যে তিনি হোয়াইট হাউসে ফিরে এসেছেন। তবে এখন পর্যন্ত তিনি করোনাভাইরাস মুক্ত হয়েছেন- এ রকম কোনো প্রমাণ হাজির করেননি।
ফক্স নিউজের অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি আবার করোনার পরীক্ষা করিয়েছেন? জবাবে ট্রাম্প বলেন: 'আমি জানি আমাকে পুনঃপরীক্ষা করা হয়েছে, কতবার কি… কোনো সংখ্যা জানি না। যাহোক, আমাকে পুনঃপরীক্ষা করা হয়েছে। আমি হয় একেবারে নিচের দিকে আছি, কিংবা মুক্ত।'
ফক্স নিউজে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, তিনি কীভাবে সংক্রামিত হয়েছেন জানেন কি না। জবাবে বলেন, তিনি জানেন না।
'হোয়াইট হাউসে বড় অনুষ্ঠান ছিল। ওখানেই হয়তো সংক্রমণের ঘটনা ঘটেছে। আমি ঠিক জানি না। কেউই সত্যিটা জানে না। অসংখ্য লোক সংক্রামিত হয়েছে।'
ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি এখন আর করোনার কোনো চিকিৎসা নিচ্ছেন না।
- সূত্র: সিএনএন