ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যারা আমন্ত্রণ পেয়েছেন
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করতে যাচ্ছেন। আগামী সোমবার, ২০ জানুয়ারি, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে এই অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
চার বছর অন্তর অনুষ্ঠিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী, এবং সেলিব্রিটিরা, যারা ট্রাম্পের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানিয়েছেন।
প্রথা অনুযায়ী, ট্রাম্প দুপুর ১২টায় শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর তিনি তার অভিষেক ভাষণ প্রদান করবেন, যেখানে তিনি তার দ্বিতীয় মেয়াদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা তুলে ধরবেন।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতা। এর মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর উল্লেখযোগ্য। এছাড়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী টাকেশি ইওয়া এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
চীনের শি জিনপিং এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হলেও তারা এখনও তাদের অংশগ্রহণ নিশ্চিত করেননি। অন্যদিকে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো আইনি জটিলতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।
অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় গায়িকা ক্যারি আন্ডারউড, ৭০ দশকের ডিস্কো ব্যান্ড ভিলেজ পিপল এবং লি গ্রিনউড। এছাড়া র্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের মতো সেলিব্রিটিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস এবং অ্যাপলের টিম কুক অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত থাকবেন। যদিও মিশেল ওবামা অনুপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছেন।