কাবুল বিমানবন্দরের হামলাকারীদের খুঁজে বের করবই: বাইডেন
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের জন্য দায়ীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইতিমধ্যে পেন্টাগনকে তাদেরকে পালটা আক্রমণের পরিকল্পনার ছক কষার নির্দেশ দিয়েছেন বলে জানান বাইডেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের অন্যতম প্রধান প্রবেশপথ অ্যাবি গেটের বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ৬০ জনের মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে বাইডেন এ কথা বলেন।
ভয়াবহ এ বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখা।
হোয়াইট হাউসের বক্তব্যে বাইডেন বলেন, "আমরা তোমাদের ক্ষমা করব না। আর এই হামলার কথা আমরা ভুলবও না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে"।
কাবুল থেকে মানুষকে সরিয়ে আনার মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
"দুষ্কৃতকারীরা আমাদের থামাতে পারবে না। আমরা আমাদের অভিযান চালিয়ে যাব"।
উল্লেখ্য, তালেবানরা কাবুলের দখলের নেওয়ার পর কারাগারে বন্দি থাকা সকলকেই মুক্ত করে দেয়। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছে ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি গোষ্ঠীর বহু সদস্য। আফগানিস্তানের জেল থেকে এভাবে নির্বিচারে জঙ্গিদের মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে অস্বস্তিতে রয়েছে সরকার গঠনের চেষ্টায় থাকা তালেবানও। এদিকে মুক্তি পাওয়ার পর থেকে এই জঙ্গি গোষ্ঠী মার্কিন সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল। একথা উল্লেখ করেছেন বাইডেন।
এদিকে কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। হামলার প্রেক্ষিতে গুতেরেস বলেন, এই ঘটনায় প্রমাণিত আফগানিস্তান কতখানি অস্থির অবস্থায় রয়েছে। পাশাপাশি ভারত, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
- সূত্র- রয়টার্স ও হিন্দুস্তান টাইমস