ট্রাম্পকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
ঐতিহাসিক ভারত সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করে মার্কিন এয়ার ফোর্স ওয়ান। সঙ্গে আছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও জামাই জ্যারেড কুশনার।
বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।
প্রথমে সরবমতী আশ্রমে যাবেন ট্রাম্প। সেখান থেকে মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে যাবেন। ট্রাম্পের যাত্রাপথে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
'ভারতে আসার জন্য মুখিয়ে আছি'
হিন্দিতে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ভারতে আসার জন্য মুখিয়ে আছি। আমরা যাচ্ছই ও কয়েক ঘণ্টার মধ্যেই সকলের সঙ্গে দেখা করব।
'ভারত ট্রাম্পের জন্য অপেক্ষা করছে'
ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, আপনার জন্য অপেক্ষা করছে ভারত। আপনার সফরের ফলে আমাদের দু'দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। আমদাবাদে শিগগিরই দেখা হচ্ছে।