দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪, রাষ্ট্রপতির দ্বারস্থ সোনিয়া গান্ধী
দিল্লির দাঙ্গায় নিহতের সংখ্যা উন্নীত হয়েছে ৩৪ জনে। সহিংসতা মোকাবেলায় ব্যর্থতার জন্য কেজরিওয়ালের সরকারকে দোষারোপ করেছেন ভারতের ইউপিএ জোটের সভানেত্রী সোনিয়া গান্ধী। বিষয়টি নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেন তিনি।
বৃহস্পতিবার সকাল নাগাদ পাওয়া খবরে, দিল্লিতে চলমান দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪জনে পৌঁছেছে বলে জানা গেছে।
উত্তর-পূর্ব দিল্লিতে লাগাতার দাঙ্গার জেরে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মুসলিম বিরোধী সহিংসতা রুখতে কোনও পদক্ষেপ করছে না দিল্লির আম আদমি (আপ) পার্টির সরকার ও কেন্দ্র। এমন অভিযোগ করেছেন ক্ষুব্ধ সোনিয়া গান্ধী।
তাঁর দাবি, দিল্লিতে আগুন জ্বললেও 'মূক দর্শক' হয়ে বসে আছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ে আলোচনা এবং রাজধানীতে শান্তি-শৃঙ্খলা স্থাপনের আবেদন নিয়ে এ দিন ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তিনি।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে সোনিয়া বলেন, 'গত চার দিন ধরে দিল্লিতে অশান্তির আগুন জ্বলছে, অথচ কোনও সক্রিয় পদক্ষেপ না করে মূক দর্শক হয়ে বসে রয়েছে কেন্দ্র ও আপ সরকার। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত।