ধুতি শাড়ি পড়ে নোবেল নিলেন অভিজিৎ-এস্থার দম্পতি
সাদা-কালো টাক্সিডোর ভিড়ে তারা ছিলেন একেবারেই আলাদা। একজনের পরনে ধূসর পাঞ্জাবি, তার ওপর গলাবন্ধ কালো কোট ও সোনালি পাড়ের সাদা ধুতি। অন্যজনের ছিল নীল-সবুজ শাড়ি ও লাল ব্লাউজ।
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এস্থার ডুফ্লো। অর্থনীতিতে এ বারের নোবেল বিজয়ী দম্পতি তারা। বিশ্বমঞ্চে এই নোবেল বিজয়ী দম্পতি উপস্থিত হলেন বাঙালিয়ানার সাজে!
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এভাবেই ইতিহাস সৃষ্টি হলো সুইডেনের স্টকহোম কনসার্ট হলে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় প্রথমে ডাক পড়ল অভিজিতেরই। দ্য নোবেল প্রাইজ লেখা নীল কার্পেটের উপর তিনি এগিয়ে আসতেই হর্ষধ্বনিতে ফেটে পড়ল কনসার্ট হল। সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের কাছ থেকে নোবেল পদক ও প্রশংসাপত্র নিলেন তিনি।
এরপর অভিজিৎ প্রথমে সম্ভাষণ জানালেন রাজাকে, তারপর নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা অ্যালফ্রেড নোবেলের মূর্তিকে এবং সব শেষে উপস্থিত অতিথিদের। অভিজিতের পর পুরস্কার নিলেন এস্থার ও মাইকেল ক্রেমার।
অভিজিৎ-এস্থার পাশাপাশি এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তাদের সহযোগী গবেষক ও হার্ভার্ডের অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারও। তিন নোবেলজয়ীই ঠিক করেছেন পুরস্কারের টাকা গবেষণার কাজে লাগাবেন।
এর আগে সুইডেনের রাজার কাছ থেকে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিয়ের কোয়েলোজ।
রসায়নে নোবেল পুরস্কার পেলেন জন বি গুডএনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো।
এছাড়া চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীরা হলেন উইলিয়াম জি কেলিন জুনিয়র, পিটার জে র্যাটক্লিফ ও গ্রেগ এল সিমেঞ্জা।
এ বছর সাহিত্য নোবেল পেলেন পিটার হ্যান্ড ও ২০১৮ সালের জন্য সাহিত্যে নোবেল দেওয়া হয় ওলগা তোকারজুককে।
প্রতি বছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে এই পুরস্কার দেন সুইডেনের রাজা। ১৯০১ সাল থেকে চলে আসছে এই প্রথা।