ফার্স্ট লেডির ইচ্ছাপূরণে তাজমহলে এক ঘণ্টা কাটাবেন ট্রাম্প
ট্রাম্পের সফরের জন্য তাজমহলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত। মোতায়েন রয়েছেন এনএসজি, কেন্দ্রীয় বাহিনী ও উত্তরপ্রদেশ পুলিশ।
তাজমহল থেকে সূর্যাস্ত দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তা পূরণে ঐতিহাসিক স্থাপত্যে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য সেজে উঠেছে তাজমহল। সেখানে এক ঘণ্টা কাটাবেন ট্রাম্প ও তার স্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার স্থানীয় সময় বিকেল পৌঁণে পাঁচটায় আগ্রা বিমানবন্দরে নামবেন ট্রাম্প। তাকে অভ্যর্থনা জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটল। বিকেল পাঁচটার দিকে তাজমহলের উদ্দেশে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী। সড়কপথেই ১৪ কিলোমিটার যাবেন তারা। রাস্তার দু'ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভারত-আমেরিকার পতাকা ওড়াবে শিক্ষার্থীরা। এছাড়াও প্রধান ক্রসিংগুলোও সেজে উঠেছে। সেখানে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরবেন প্রায় ৩ হাজার শিল্পী।
জানা গেছে, প্রায় এক ঘণ্টা তাজমহলে কাটাবেন ট্রাম্প ও মেলানিয়া। সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১০ কোম্পানি প্রভিশনাল আর্মড কনস্টেবুলারি (পিএসি) ও সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্স (সিপিএমএফ) ইতোমধ্যে আগ্রা পৌঁছে গেছে। এছাড়াও এনএসজির ১২টি দল থাকবে। মোতায়েন থাকবে উত্তরপ্রদেশের সাড়ে ৪ হাজার পুলিশ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সফরের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যাবে তাজমহল। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প যতক্ষণ থাকবেন ততক্ষণ বন্ধ থাকবে তাজমহল। সন্ধ্যা ৬টার দিকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট।