বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সবাই খালাস
প্রায় তিন দশক আগে ভারতের বাবরি মসজিদ ধ্বংসের মামলায় বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদভানিসহ ৩২ আসামির সবাইকে খালাস দিয়েছে উত্তর প্রদেশের একটি আদালত।
বুধবার বিচারক সুরেন্দ্র কুমার যাদব এই রায় ঘোষণা করেন।
বিচারক সুরেন্দ্রকুমার যাদব জানান, অভিযুক্তদের কারও বিরুদ্ধে উপযুক্ত কোনও প্রমাণ মেলেনি। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় বলেও এ দিন মন্তব্য করেন বিচারক।
তিনি জানান, মসজিদ ভাঙায় অভিযুক্তদের কারও কোনও হাত ছিল না। উমন্মত্ত জনতাই এই ঘটনা ঘটিয়েছেন। অভিযুক্তরা বরং মসজিদ ভাঙায় বাধা দেওয়ারই চেষ্টা করেছিলেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, "মামলার আবেদনকারী ইকবাল আনসারি জানিয়েছেন যে তিনি রায়ে সন্তুষ্ট। তার কথায়, এটি ভালো যে মামলা শেষ হয়ে গিয়েছে। সবাই এবার শান্তিতে থাকুক। ভবিষ্যতে যাতে কোনও অশান্তি না হয়, সেটা দেখা উচিত। অযোধ্যায় হিন্দু-মুসলমান সর্বদা শান্তিতে থেকেছে বলে তিনি জানান।"