ভারতীয় এয়ারলাইন্সের বড় অংশ জুড়ে টাটা গ্রুপ
ভারতীয় বিমান সংস্থায় অংশীদারীত্ব বৃদ্ধির আশায় এয়ার এশিয়া ইন্ডিয়ায় অংশীদার বাড়িয়েছে টাটা গ্রুপ।
গত মঙ্গলবার সংস্থাটি এয়ার এশিয়ার সঙ্গে ভারত-ভিত্তিক যৌথ উদ্যোগে টাটা গ্রুপের হোল্ডিংগুলোকে ৫১ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করা হবে বলে জানায়।
কোভিড মহামারী চলাকালীনও মালয়েশিয়ার টাইকুন টনি ফার্নান্দিসের মালিকানাধীন এই এয়ারএশিয়া তার কার্যক্রম পরিচালনা করে এসেছে।তাছাড়া,গত সপ্তাহে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার জন্য একটি প্রস্তাবিত মূল্য পেশ করেছে।
২০১৪ সালে শুরু হওয়া এয়ারএশিয়ার ভারতীয় যৌথ উদ্যোগের ঐ বর্ধিত অংশের জন্য টাটা গ্রুপ এয়ারএএসিয়াকে প্রায় ৩২১৩.৩৭ মিলিয়ন টাকা (৩২২৭.৬৩মিলিয়ন টাকা) প্রদান করছে।
উচ্চ জ্বালানী ট্যাক্স এবং ভয়াবহ প্রতিযোগিতার জন্য এয়ারএশিয়া ইন্ডিয়া লড়াই করে চলেছে। যা মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো মূল বাজারগুলোকে পুনরুদ্ধার করার দিকে মনোনিবেশ করবে।
বিমান বিশেষজ্ঞদের বিশ্বাস,এই অর্জন টাটাকে একটি শক্তিশালী অবস্থান এবং এয়ার ইন্ডিয়াকে নিরাপত্তা দিতে পারে।
১৯৩২ সালে প্রতিষ্ঠিত এয়ারলাইন জাগুয়ার ল্যান্ড রোভার এই টাটা গ্রুপের মালিকানাধীন।তবে ১৯৫০-এর দশকে সরকারের কাছে কোম্পানিটির শেয়ার বিক্রি করেছিল টাটা গ্রুপ।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথেও অংশীদার হয়ে ভিস্তারা এয়ারলাইন পরিচালনা করছে টাটা গ্রুপ ।
সূত্র: বিবিসি