যুক্তরাষ্ট্রে ফেডেক্স সাইটে ৮ জনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহনন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপলিস শহরে ফেডেক্স কুরিয়ার সার্ভিসের একটি ফ্যাসিলিটিতে গুলি করে আটজনকে হত্যা ও আরও বেশ কয়েকজনকে আহত করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে শুক্রবার সকালে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ইন্ডিয়ানাপলিসের এক পুলিশ কর্মকর্তা জানান, ওই অঞ্চলে এমন আক্রমণের কোনো ধরনের আভাস পায়নি কর্তৃপক্ষ।
সর্বশেষ সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা জিনিয়া কুক বলেন, ওই ঘটনায় বন্দুকধারীসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯।
'গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন,' উল্লেখ করে কুক এর আগের ব্রিফিংয়ে আরও জানিয়েছিলেন, আহতদের ওই এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়ানাপলিস শহরের মিরেবেল রোডে অবস্থিতি ফেডেক্সের ওই ফ্যাসিলিটিতে বৃহস্পতিবার শেষ রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই ফ্যাসিলিটির অবস্থান ইন্ডিয়ানাপলিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে।
ফেডেক্সের এক মুখপাত্র বলেন, 'আমরা আরও তথ্য সংগ্রহের এবং তদন্ত সংস্থাগুলোকে সহায়তা করার চেষ্টা করছি।'
- সূত্র: রয়টার্স