রাশিয়ার স্পুটনিক-ফাইভ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর
শেষ ধাপের ট্রায়ালে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-ফাইভ ৯২ শতাংশ পর্যন্ত কার্যকারিতা দেখিয়েছে বলে একটি গবেষণায় উঠে এসেছে।
বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিখ্যাত পিয়ার রিভিউ জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে বলা হয়েছে, ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ বলে গণ্য হয়েছে এবং কোভিডের কারণে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর বিরুদ্ধে ভ্যাকসিনটি সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে।
কয়েকমাস আগে চূড়ান্ত ধাপের ট্রায়াল ছাড়াই রাশিয়ার জনগণকে ভ্যাকসিনটি দেওয়া শুরু করলে এটি নিয়ে সমালোচনা তৈরি হয়। তবে বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিনটির সুবিধা এখন দেখা যাচ্ছে।
ভ্যাকসিনটির কার্যকারিতার নতুন এই তথ্যের কারণে এখন থেকে প্রমাণিত ভ্যাকসিন ফাইজার, মর্ডানা, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এবং জানসিনের দলে যোগ দিল রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক-ফাইভ।
যুক্তরাজ্যে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এবং বেলজিয়ামে ডেভেলপ করা জানসিন ভ্যাকসিনের মতো পদ্ধতিতেই রাশিয়ার এই ভ্যাকসিনটিও ডেভেলপ করা হয়েছে।
দ্য ল্যানসেটের ওই গবেষণা নিবন্ধে গামালেয়া ইনস্টিটিউটের গবেষক ডেনিস লোগুনভের নেতৃত্বে গবেষকরা বলেন, ট্রায়ালে অংশ নেওয়া ১৯ হাজার ৮৬৬ জন স্বেচ্ছাসেবীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ফলাফল তৈরি করা হয়েছে।
ভাইরাস থেকে প্রতিরক্ষার পাশাপাশি নিরাপত্তাও দেবে ভ্যাকসিনটি। গবেষণায় বলা হয়, ভ্যাকসিনটি শরীরে প্রয়োগের পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে তা মৃদু মাত্রায়। এর মধ্যে রয়েছে বাহু ফুলে যাওয়া, ক্লান্তি ও শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়া।