ফাইজারের তৃতীয় ডোজ ওমিক্রনকে নিষ্ক্রিয় করতে সক্ষম
ফাইজারের তৃতীয় ডোজ ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে পূর্ণ সুরক্ষা দেয় এবং দুটি ডোজ টিকাও এই ভেরিয়েন্টের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেয় বলে জানিয়েছে টিকা নির্মাতা প্রতিষ্ঠানটি।
আজ বুধবার ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় তাদের তিন ডোজ টিকা নতুন ওমিক্রন ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, প্রয়োজন দেখা দিলে আগামী বছরের মার্চের মধ্যে ওমিক্রনের জন্য আলাদা টিকা বাজারজাত করবে তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, টিকার তৃতীয় বুস্টার ডোজটি চীনে সনাক্ত হওয়া মূল ভাইরাসের তুলনায় দেহে ভাইরাসকে আক্রমণ করে এমন নিরপেক্ষ অ্যান্টিবডির পরিমাণ ২৫ গুণ বাড়িয়ে দেয়।
এক মাস আগে তৃতীয় বুস্টার ডোজ নিয়েছে এমন ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে দেখা গেছে, প্রথম দুই ডোজ মূল ভাইরাসকে যতটা কার্যকরভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে, ততটা কার্যকরভাবেই ওমিক্রনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে এই বুস্টার ডোজটি।
ফাইজার প্রধান আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, "প্রথম দুই ডোজ টিকা সবার জন্য নিশ্চিত করার পর বুস্টার ডোজের ব্যবস্থা করাই এ মুহূর্তে করোনার বিস্তার রোধে সর্বোত্তম পদক্ষেপ।"