বিশ্বের প্রথম নাকে স্প্রে করার করোনা টিকা নিবন্ধিত রাশিয়ায়
বিশ্বের প্রথম নাকে স্প্রে করার করোনা টিকা নিবন্ধিত হয়েছে রাশিয়ায়। শুক্রবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্বের প্রথম 'ন্যাজাল স্প্রে' কোভিড টিকা হিসেবে নিবন্ধিত হওয়া রাশিয়ার স্পুটনিক-ভি করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করেছেন এর নির্মাতারা।
এর আগে রাশিয়ার বার্তাসংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ৩ থেকে ৪ মাসের মধ্যেই নাগরিকদের জন্য ছাড়পত্র পাবে নাকে স্প্রে করার এই টিকা। এ বিষয়ে রাশিয়ার গামালেয়া সেন্টারের গবেষক আলেক্সান্ডার গিন্টসবার্গকের বক্তব্য উল্লেখ করেছিল তাস। গিন্টসবার্গ তখনই জানিয়েছিলেন, আর ৩ থেকে ৪ মাসের মধ্যেই রাশিয়ার নাগরিকদের জন্য করোনার এই ন্যাজাল স্প্রে টিকাকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি বলেছিলেন, "ল্যাবরেটারির পরীক্ষায় দেখা গেছে, ওমিক্রনের বিরুদ্ধে সাধারণ ইনজেকশনের মাধ্যমে স্পুটনিক-ভি প্রয়োগ করলে তা কার্যকর ফল দেয়। ন্যাজাল স্প্রে হিসেবেও এটি কার্যকর হবে বলে আশা করছি।"
গেল বছর অক্টোবরে গামালেয়া সেন্টারকে এই টিকার দ্বিতীয় ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছিল রাশিয়া। স্পুটনিককে ন্যাজাল স্প্রে হিসেবে কার্যকর করে তোলার জন্যই এ অনুমোদন দেওয়া হয়েছিল।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই টিকা টাইপ ১৬ এবং টাইপ ৫ অ্যাডেনোভাইরাস ভেক্টরের ওপর ভিত্তি করে দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা মানবদেহে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
তবে, এই মুহুর্তে ১৮ বছরের বেশি বয়সীদের এই টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ন্যাজাল স্প্রে টিকার বুস্টার ডোজের বিষয়টিও ইতোমধ্যে বিবেচনায় রয়েছে।
এদিকে, রাশিয়া যেদিন স্পুটনিকের ন্যাজাল স্প্রে নিয়ে আশার বার্তা দিয়েছে, সেদিনই করোনার ওমিক্রন ধরনের আরও একটি নতুন স্ট্রেইন শনাক্তের ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের পাশপাশি 'এক্সই' নামের নতুন এই ধরনের ক্ষেত্রে রাশিয়ার ন্যাজাল স্প্রে কার্যকর হবে কিনা তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।
- সূত্র: তাস, এনডিটিভি