একসময় ট্যাক্সি ড্রাইভার ছিলেন পুতিন!
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রসঙ্গ টেনে তিনি জানান, সে সময় নিজের খরচ মেটাতে ট্যাক্সি ড্রাইভার হিসেবেও কাজ করতে হয়েছে তাকে!
পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়নের পতন তাকে ভীষণ দুঃখ দিয়েছিল। ওই সময় অর্থনৈতিক মন্দার কারণে বহু রাশিয়ান নাগরিক জীবিকা অর্জনের নতুন পথ খুজে নিয়েছিল।
সোভিয়েত ইউনিয়নের পতনকে 'রাশিয়ার পতন' বলে উল্লেখ করেন পুতিন।
এদিকে সাবেক সোভিয়েত রিপাবলিক ইউক্রেনের প্রতি পুতিনের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে যে কানাঘুষো চলছিল, এই বক্তব্য সেটিকে আরও উস্কে দিয়েছে।
ইউক্রেন সীমান্তে ৯০ হাজারেরও বেশি সৈন্য জড়ো করেছে রাশিয়া। অচিরেই রুশ বাহিনী ইউক্রেনে অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এই আশঙ্কাকে নাকচ করে দিয়ে উল্টো ইউক্রেনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ এনেছে রাশিয়া। সেই সাথে পূর্বাঞ্চলে যেন ন্যাটোর বিস্তার না ঘটে সেই নিশ্চয়তা চেয়েছে দেশটি।
রবিবার 'রাশিয়া, লেটেস্ট হিস্টোরি' নামক একটি প্রামাণ্যচিত্রে পুতিন এই মন্তব্য করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, "সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার ফলে আসলে ঐতিহাসিক রাশিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে।" তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলো বিশ্বাস করতো আরও কম সময়ের মধ্যেই রাশিয়া আরও টুকরো টুকরো হয়ে যাবে।
সোভিয়েত ইউনিয়নের পতনকে পুতিন একটি ট্র্যাজেডি হিসেবে দেখেন, একথা সবারই জানা। কিন্তু সে সময় তার নিজের অর্থনৈতিক সমস্যার কথা এবারই প্রথম জানা গেল।
পুতিন বলেন, "মাঝেমাঝে আমার কিছু বাড়তি আয়ের দরকার ছিল। অর্থাৎ, ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করে আমি কিছু টাকা আয় করতাম। সত্যি বলতে এ বিষয়টি নিয়ে কথা বলতেই আমার ভালো লাগে না, কিন্তু দুঃখজনক হলেও এটাই ছিল ঘটনা।"
পুতিন যে সময়ের কথা বলছেন তখন রাশিয়ায় ট্যাক্সি ছিল একটি বিরল বাহন। অনেকেই ব্যক্তিগত গাড়ি ভাড়া দিয়ে কিছু বাড়তি আয়ের চেষ্টা করেছেন তখন। অনেকে আবার অ্যাম্বুলেন্সের মতো যানবাহনকেও ট্যাক্সি হিসেবে ব্যবহার করতেন।
সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবির একজন সাবেক এজেন্ট হিসেবে পরিচিত ভ্লাদিমির পুতিন।
তবে নব্বইয়ের দশকের গোড়ার দিকে সেন্ট পিটার্সবুর্গের মেয়র আনাতোলি সোবচাকের অফিসে কাজ করতেন তিনি। পুতিন বরাবরই বলে এসেছেন, ১৯৯১ সালের আগস্টে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের পর তিনি কেজিবি এজেন্টের ভূমিকা থেকে পদত্যাগ করেন। এ অভ্যুত্থানের পরপরই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়।
সূত্র: বিবিসি