‘যুক্তরাষ্ট্রে তৈরি’ দানের টিকা পোল্যান্ডকে ফিরিয়ে দিল ইরান
দান হিসেবে দেওয়া করোনাভাইরাসের ৮ লাখ ২০ হাজার টিকা পোল্যান্ডকে ফিরিয়ে দিয়েছে ইরান। কারণ টিকাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। খবর আল জাজিরার।
সোমবার রাষ্ট্রীয় টিভি চ্যানেল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ হাশেমির বরাত দিয়ে জানায়, পোল্যান্ড ইরানকে ব্রিটিশ-সুইডিশ অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রায় এক মিলিয়ন ডোজ দান করেছিল।
তিনি বলেন, "কিন্তু যখন টিকাগুলো ইরানে এসে পৌঁছেছে, তখন আমরা জানতে পেরেছি সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি। পরবর্তিতে, ইরানে পোল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, টিকাগুলো ফেরত দেওয়া হবে।"
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোল্লাহি কাস্টমস কর্তৃপক্ষ প্রধানকে এক চিঠিতে লিখেছেন, পোল্যান্ডের আশ্বাস সত্ত্বেও, টিকাগুলো 'অননুমোদিত স্থান' থেকে এসেছে।
তিনি জানিয়েছেন, পোল্যান্ড ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তারা এবার 'অনুমোদিত স্থান থেকেই টিকা সরবরাহ করবে' এবং আগের ডোজগুলো ফিরিয়ে নেবে।
এর আগে, ২০২০ সালে ইরানের সর্বোচ্চ নেতা আলি হোসেইনি খামেনি দেশে মার্কিন ও ব্রিটিশ টিকা 'নিষিদ্ধ' ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে ইরানে পশ্চিমা এই দুই দেশের টিকা প্রবেশের সম্ভাবনা শেষ হয়ে যায়। ইরান এখন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন দেশ বাদে অন্য পশ্চিমা দেশগুলোতে উৎপাদিত টিকা আমদানি করছে।
মধ্যপ্রাচ্যের শিয়া-মুসলিম অধ্যুষিত এই দেশটি করোনাভাইরাসের ষষ্ঠ ঢেউয়ের সঙ্গে লড়ছে। করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন ভয়াবহ রূপ নিয়েছে সেখানে।
ইরানে এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ লাখ ৩৫ হাজার লোকের মৃত্যু হয়েছে, যা মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ।
- সূত্র: আল জাজিরা