পাকিস্তানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মাহমুদ কুরেশি ও শাহবাজ শরিফ
সম্মিলিত বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন ইমরান খান। সোমবার, ১১ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। অর্থাৎ, আইনপ্রণেতাদের ভোটে এবার নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী।
ইমরান খান অনাস্থা প্রস্তাবে হেরে গেলেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন। তার দল পিটিআই (তেহরিক ই ইনসাফ) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির নাম প্রস্তাব করা অন্যদিকে, ইমরানকে উৎখাত করা সম্মিলিত বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন শাহবাজ শরিফ। তিনি জমা দিয়েছেন ১৩টি ফর্ম। কুরেশি জমা দিয়েছেন চারটি।
জাতীয় পরিষদের সচিবালয় প্রাথমিকভাবে জানিয়েছিল, আজ রোববার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টার মধ্যেই মনোনয়নের সকল ফর্ম জমা দিতে হবে। এরপর বেলা ৩টা থেকে শুরু হবে প্রার্থীদের নিয়ে পার্লামেন্টে আলোচনা।
তবে দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সম্মিলিত বিরোধী জোটের পক্ষেই অধিকাংশ (১৭৬ জন) আইনপ্রণেতা থাকায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। সে তুলনায় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশির জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
- সূত্র: দ্য ডন, আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস