রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পুতিন যাকে বলছে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী
ইউক্রেনের ওপর আক্রমণের দুই মাস পার হতে না হতেই শক্তি প্রদর্শনে নতুন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২০ এপ্রিল) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খবর নিশ্চিত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন বার্তায় বলেন, এটি মস্কোর শত্রুদের দুইবার ভাবতে বাধ্য করবে। খবর রয়টার্সের।
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বহুল প্রতীক্ষিত সারমাট ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের প্লেসেটস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। সেখান থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার (৩ হাজার ৭০০ মাইল) দূরে কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে এটি।
বছরের পর বছর ধরে ক্ষেপণাস্ত্র সারমাট পরীক্ষার কাজ চালিয়ে আসছিল রাশিয়া। তাই এর সফল পরীক্ষায় তেমন অবাক হয়নি পশ্চিমা বিশ্ব। তবে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মাঝে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা বেড়েছে।
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এ বিষয়ে।
মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। গতকাল যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানায়, একাধিক যুদ্ধবিমান ও বিমানের অংশ পৌঁছেছে ইউক্রেনে। তবে কত সংখ্যক কী পাঠানো হয়েছে, তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। এর ঘণ্টা খানেক পরেই সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল চালানোর ঘোষণা দেয় রাশিয়া।
সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, "যারা রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের অন্তত দুইবার ভাবতে বাধ্য করবে এই ক্ষেপণাস্ত্র।"
- সূত্র: রয়টার্স