আজভস্তালের ইস্পাত কারখানায় ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা
ইউক্রেনের মারিওপোল শহরের মেয়র ভাদিম বইশেঙ্কো জানিয়েছেন, আজভস্তাল ইস্পাত কারখানায় যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওই কারখানাটি শতাধিক বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। সেখানে নতুন করে তীব্র যুদ্ধ শুরু হয়েছে।
'আমাদের সাহসী সৈন্যরা ওই দুর্গটিতে অবস্থান নিয়ে প্রতিরোধ করে যাচ্ছেন। কিন্তু এটি ক্রমশ কঠিনতর হচ্ছে, কারণ ওই প্লান্টের ওপর ভারী গোলাবর্ষণ ও ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে,' বইশেঙ্কো বলেন।
ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় মেয়র আরও জানান, ওই প্ল্যান্টে আটকা পড়া ৩০টি শিশু এখনো উদ্ধারের অপেক্ষায় আছে।
বইশেঙ্কো বলেন, 'দুর্ভাগ্যবশত আজকে সেখানে থাকা সেনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। তারা নিরাপদে আছেন কিনা সেটাও জানা যাচ্ছে না। গতকাল পর্যন্ত তাদের সাথে আমরা যোগাযোগ করেছি।'
এরইমধ্যে একজন ইউক্রেনীয় সাংবাদিকের বরাত দিয়ে স্কাই নিউজ বলছে, রুশ সৈন্যরা আজভস্তালের ভেতরে ঢুকে পড়েছে। কারখানার ভেতরে এখন লড়াই চলছে বলে দাবি করেন ওই ইউক্রেনীয় সাংবাদিক।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ান বাহিনী আজভস্তাল কারখানার ওপর 'ঝড়ো আক্রমণ' চালাচ্ছে না, বরং 'সন্ত্রাসীদের নতুন ফায়ারিং পজিশন দখল করে নেওয়ার' চেষ্টা প্রতিহত করছে।
বুধবার (৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আজভস্তাল কারখানায় তীব্রভাবে আক্রমণ চালানো বন্ধ রেখেছে রাশিয়ান বাহিনী।
এর আগে রাশিয়ান বাহিনীর সাথে এক সমঝোতার মাধ্যমে ওই কারখানায় আটকা পড়া ১০০ জন বেসামরিক মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তথ্যসূত্র: সিএনএন ও স্কাই নিউজ