কোরবানির ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রম-প্রতিমন্ত্রীর
কোরবানির ঈদের আগেই গার্মেন্টসসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সোমবার শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ৪৩তম সভায় মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন বলে শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বলা হয়, “আগামী মাসের সম্ভাব্য ১২ তারিখে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে তার আগে শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা এবং বোনাস দিতে হবে। এজন্য প্রতিমন্ত্রী কারখানা মালিকগণসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সজাগ হবার পরামর্শ প্রদান করেন।”
মন্ত্রণালয়ের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোল্লা জালাল, রেজাউল হক, সাকিউন নাহার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্ত ঘোষ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ।