অধিনায়ক মাশরাফির সেঞ্চুরি
ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই অপেক্ষা। এরপর চলে গেছে সাত মাস। ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়ায় অপেক্ষা থেকেই যায় মাশরাফি বিন মুর্তজার। অবশেষে রোববার সেই অপেক্ষা ফুরাল। বাংলাদেশের প্রথম ও ক্রিকেট ইতিহাসের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
অধিনায়ক হিসেবে ১০০ উইকেট পূর্ণ করতে দুটি উইকেট দরকার ছিল মাশরাফির। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট নিয়ে অনন্য এই রেকর্ডে নাম বসিয়ে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশকে ৮৬টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মাশরাফির উইকেট এখন ১০০টি। অধিনায়ক হিসেবে এমন কীর্তি আছে আর মাত্র চারজন ক্রিকেটারের।
এই তালিকায় সবার উপরে ওয়াসিম আকরাম (১৫৮ উইকেট)। এরপর যথাক্রমে আছেন শন পোলক (১৩৪), ইমরান খান (১৩১) ও জ্যাসন হোল্ডার (১০১)। পাঁচ নম্বর অধিনায়ক হিসেবে এই তালিকায় মাশরাফির নামটি যুক্ত হয়ে গেল।
আরও কয়েকটি মাইলফলক ছোঁয়া এবং অনেককে পেছনে ফেলার সুযোগ আছে মাশরাফির সামনে। এজন্য তাকে নিতে হবে আরও ৫ উইকেট। আর সেটি নিতে পারলেই দেশের মাটিতে সর্বাধিক ১৪৯ উইকেট (৯৯ ওয়ানডে) শিকারি সাকিবকে পেছনে ফেলবেন তিনি।
দেশের মাটিতে ১০১ ওয়ানডেতে ১৪৫ উইকেট নিয়েছেন মাশরাফি। আর ৫ উইকেট নিলে সাকিবকে ছাড়ানোর পাশাপাশি ওয়ানডে ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়বেন অভিজ্ঞ এই পেসার।
দেশের মাটিতে ১৫০-এর বেশি ওয়ানডে উইকেট পেয়েছেন শন পোলক (১৯৩), ব্রেট লি (১৬৯), গ্লেন ম্যাকগ্রা (১৬০) ও মুত্তিয়া মুরালিধরন (১৫৪)।
বাংলাদেশের হয়ে ২১৬ ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৭টি উইকেট নিয়েছেন মাশরাফি। আর ৫ উইকেট নিতে পারলে মাশরাফি ছুঁয়ে ফেলবেন অ্যালান ডোনাল্ডকে (২৭২)। এ ছাড়া পেছনে ফেলবেন জেমস অ্যান্ডারসন (২৬৯), আব্দুল রাজ্জাক (২৬৯), হরভজন সিং (২৬৯) ও মাখায়া এনটিনিকে (২৬৬)।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে।