অবশেষে মুক্তি মিলল দিবালার
দুই-এক সপ্তাহ নয়, ছয় সপ্তাহ ধরে করোনাভাইরাসে ভুগতে হয়েছে পাওলো দিবালাকে। এই ছয় সপ্তাহে চারবার করোনায় আক্রান্ত হন আর্জেন্টিনার তারকা এই ফুটবলার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন অনেকেই। কিন্তু দিবালার সঙ্গে ঘটেছে অদ্ভুত এই ঘটনা।
অবশেষে করোনাভাইরাস থেকে মুক্তি মিলেছে তার। কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। খুশির এই খবরটি জুভেন্টাসের তারকা এই ফরোয়ার্ড নিজেই জানিয়েছেন। জুভেন্টাসও দিবালার সুস্থতার খবরটি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বসিত দিবালা লিখেছেন, 'আমার মুখটাই সব বলে দিচ্ছে। অবশেষে কোভিড-১৯ থেকে আমি সেরে উঠেছি।'
টুইটারে বিষয়টি আরও পরিষ্কার করে লিখেছেন দিবালা, 'গত কয়েক সপ্তাহে অনেকেই কথা বলেছেন। তবে অবশেষে আমি এটা নিশ্চিত করতে পারি যে, আমি সুস্থ হয়ে উঠেছি। সবার সমর্থনের জন্য আবারও ধন্যবাদ জানাই। যারা এখনও ভুগছেন তাদের জন্য শুভ কামনা, সাবধানে থাকুন।'
গত মাসে করোনায় আক্রান্ত হন দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। অনেক গুঞ্জনের পর ২১ মার্চ দিবালা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘোষণা দেন, তিনি এবং তার বন্ধবী করোনায় আক্রান্ত।
আক্রান্ত হওয়ার ঘোষণায় দিবালা জানিয়েছিলেন, আক্রান্ত হলেও তাদের দুজনের শারীরিক অবস্থা ভালো। ধারণা করা হচ্ছিল ১৫-২০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তারা। কিন্তু কিছুদিন পর দিবালার বান্ধবী ঘোষণা দেন, দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তারা। এরপর আরও দুইবার করোনায় আক্রান্ত হন তার।
জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা। প্রথম ফুটবলার হিসেবে গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এরপর আক্রান্ত হন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। এই দুই ফুটবলারকে দিবালার মতো ভুগতে হয়নি। তারা স্বাভাবিক প্রক্রিয়াতেই সুস্থ হয়ে ওঠেন।