জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে
বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মালদ্বীপে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। চার মাস পর, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২,১০১ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ আরও দুই সপ্তাহজুড়ে বাড়বে। এখনই সংক্রমণ নিয়ন্ত্রণ করা না হলে মৃত্যুর ঝুঁকিও বাড়বে।
ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডাঃ এম মুশতাক হোসেন টিবিএসকে বলেন, "করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। আরো দুই সপ্তাহ সংক্রমণ বাড়বে, মধ্য জুলাইয়ের পর সংক্রমণ হার কমবে। সংক্রমণ বাড়ায় কোমর্বিড ব্যক্তিরা আক্রান্ত হওয়ায় গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতেও রোগী বাড়তে শুরু করেছে।"
রাজধানীতে এখন ঘরে ঘরে জ্বরের রোগী, কিন্তু কোভিড টেস্ট করছে না। এতে করে সংক্রমণ আরো ছড়াচ্ছে বলে মনে করেন ডাঃ এম মুশতাক হোসেন।
"এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে কিন্তু মানুষ কোভিড টেস্ট করছেনা, এটা ঠিক নয়। টেস্ট না করলে তো সঠিক চিকিৎসা করা যাবে না। টেস্ট করলে পজিটিভ হলে কোয়ারেন্টাইনে থাকলে সংক্রমণ ছড়াবে কম। তাই টেস্ট করা জরুরি", বলেন ডাঃ এম মুশতাক হোসেন।
তিনি বলেন, "এখন পর্যন্ত যারা সুস্থ আছে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া যাবে না। মৃদু উপসর্গযুক্ত কোভিডে ভোগান্তি কম কিন্তু কোভিড-পরবর্তী জটিলতা অনেক বেশি। সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরা, ভিড় না করা ও ভ্যাকসিনের সেকেন্ড ও বুস্টার ডোজ নিতে হবে।"
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দু'জনের প্রাণহানি হয়েছে।
২৪ ঘণ্টায় সারাদেশে ১৩,৮২০টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ হার ছিল ১৫.২০%। অথচ ২০ দিন আগেও দৈনিক শনাক্তের হার ছিল এক শতাংশেরও কম।
২০২০ সালে প্রথম করোনা শনাক্তের পর বাংলাদেশে এ পর্যন্ত ২৯,১৪২ জন নিহত হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে ১,৯৬৭,২৭৪ জন।
ভারতে একদিনে ১৭,০৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণ হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৫%। অথচ এ মাসের শুরুতে, ১লা জুন তারিখে মাত্র ৩,৭১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর বলেন, "অমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের কারণে প্রতিবেশী দেশগুলোর মত আমাদের দেশেও সংক্রমণ দ্রুত বাড়ছে। সংক্রমণ বাড়ায় মৃত্যু বাড়ছে, এখন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি খারাপ হবে। কয়েক সপ্তাহ আগে একজনও মারা যেতোনা, এখন প্রতিদিন কোভিডে মানুষ মারা যাচ্ছে।"
"এখন যারা মারা যাচ্ছে তারা দুই সপ্তাহ আগে কোভিড পজিটিভ হয়েছিলো। এখন যেহেতু সংক্রমণ বাড়ছে, আগামী দুই সপ্তাহ পর মৃত্যু বেড়ে যাবে। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। যারা বুস্টার ডোজ নেয়নি, তাদের বুস্টার ডোজ নিতে হবে", যোগ করেন তিনি।