আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি
অনেকেই ধরে নিয়েছিলেন, শেষটা দেখে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এ নিয়ে লম্বা সময় ধরে হয়েছে আলোচনা, আঁকা হয়েছে সম্ভাবনার ছবি। অবশেষে সব আলোচনা থামিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কিংবদন্তি এই ক্রিকেটার লিখেছেন, 'ধন্যবাদ, এতটা সময় ধরে ভালোবাসা ও সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ৭ টা ২৯ মিনিট (১৫ আগস্ট, শনিবার) থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।'
টেস্ট ফরম্যাটকে আগেই বিদায় বলে দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ধোনি। ২০১৪ সালে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
২০১৮ সালে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও এই দুই ফরম্যাটে খেলে আসছিলেন ধোনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর এই দুই ফরম্যাটেও জ্যোতিচিহ্ন বসে যায়। ইংল্যান্ড বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটিই তার জন্য হয়ে রইলো শেষ স্মৃতি। ওই ম্যাচে ৫০ রান করেও দলকে জেতাতে পারেননি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশার।
অনেকের কাছেই মহেন্দ্র সিং ধোনি মানে ছিল ক্রিকেটের 'কমপ্লিট প্যাকেজ'। নেতৃত্বেগুণে অসাধারণ হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলকে নিয়মিতভাবে পথ দেখাতেন ধোনি। বহু ম্যাচে ভারতের মুখে হাসি ফোটানো ধোনি ২০১১ বিশ্বকাপ জয়ের পথে রাখেন অসামান্য ভূমিকা। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সেরার মুকুট জেতার পথে হার না মানা ৯১ রানের ইনিংস খেলেন তিনি।
ভারতের হয়ে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। ৯০ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.০৯ গড়ে ৪ হাজার ৮৭৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ক্রিকেটের সবচেয়ে দামি এই ফরম্যাটে ধোনির সর্বোচ্চ ইনিংস ২২৪ রানের।
ওয়ানডেতে সবচেয়ে সফল ভারতীয় ক্রিকেটের এই মহানায়ক। অনেক ম্যাচেই তার ব্যাটে রচিত হয়েছে ভারতের অসাধারণ সব জয়। ৩৫০ ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফ সেঞ্চুরিসহ ৫০.৫৭ গড়ে ১০ ৭৭৩ রান করেছেন ধোনি। যা ওয়ানডে ইতিহাসের একাদশতম সর্বোচ্চ। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ১৮৩* রানের।
টি-টোয়েন্টিতেও সফল ধোনি। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের ৯৮টি ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ ৩৭.৬০ গড়ে ১ হাজার ৬১৭ রান করেছেন তিনি। এই ফরম্যাটে তার সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের।