আবারও জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা
বিসিবির তৈরি করা জৈব সুরক্ষা বলয়ে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল জাতীয় দলের স্কিল ক্যাম্প। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সপ্তাহ খানেকের অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছিল বিসিবি। কিন্তু সফরটি না হওয়ায় ২৬ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়। চারদিনের ছুটিও পান ক্রিকেটাররা।
ছুটি শেষে আগামীকাল ১ অক্টোবর থেকে আবারও অনুশীলনে ফিরছেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। পেসার আবু জায়েদ রাহি করোনায় আক্রান্ত থাকায় ২৬ জন ক্রিকেটার বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেবেন।
স্কিল ক্যাম্পকে সামনে রেখে নতুন করে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও আছেন এর আওতায়। বুধবার জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার-সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রায় ১০০ নমুনা সংগ্রহ করেছে বিসিবি।
বৃহস্পতিবার করোনা পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে জাতীয় দল হোটেল সোনারগাঁওয়ে ও অনূর্ধ্ব-১৯ দল চলে যাবে বিকেএসপিতে।
জৈব সুরক্ষা বলয়ের দ্বিতীয় ধাপ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষে চৌধুরী বলেছেন, 'জৈব সুরক্ষা বলয়ের দ্বিতীয় দফা আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে। আজ জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ১০০ জনের টেস্ট করিয়েছি।'
'আগামীকাল ফলাফলের ভিত্তিতে জাতীয় দল হোটেল সোনারাগাঁওয়ে ও অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে চলে যাবে। ওখান থেকে তারা অনুশীলন কার্যক্রম শুরু করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, হোটেল কর্তৃপক্ষ, বিকেএসপি ও বিসিবি মিলে জৈব সুরক্ষা বলয়টি নিয়ন্ত্রণ করবে।' যোগ করেন তিনি।