ইনজুরিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার
বুধবার লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না পিএসজি তারকা নেইমার। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পাওয়ায় কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ২৯ বছর বয়সী।
পিএসজি ম্যানেজার মউরিসিও পচেত্তিনো নেইমারের ইনজুরির খবরটি নিশ্চিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, "খেলোয়াড়দের সুস্থতাকেই সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। নেইমারের কুঁচকিকে একটু সমস্যা আছে যা কয়েকদিনের মাঝেই সেরে যাবে বলে আশা করছি আমরা। এবং যত দ্রুত সম্ভব দলে ফিরে আসবে সে।"
পিএসজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক দায়িত্ব থেকে ফিরে আসার পর থেকে নেইমার তার কুঁচকিতে ব্যথা অনুভব করছিলেন। অনুশীলনে ফেরার আগ পর্যন্ত, আগামী কয়েকদিনের মধ্যে তাকে আরও চিকিৎসা দেওয়া হবে।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, মিডফিল্ডার লিয়েন্দ্রো পারাদেস এবং ডিফেন্ডার সার্জিও রামোসও ইনজুরির জন্য থাকতে পারবেন লাইপজিগের বিরুদ্ধে ম্যাচে।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে নিজেদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে পিএসজি। আর এখনো এক পয়েন্টও যোগাড় করতে না পারা জার্মান দল লাইপজিগ অবস্থান করছে সবার নিচে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।