একসঙ্গে পঞ্চপাণ্ডবের লাইভ আড্ডা হচ্ছে না
শেষ পর্বে বড় চমক থাকবে- তামিম ইকবাল এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন। জানা গিয়েছিল, শেষ পর্বে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। বৃহস্পতিবার তামিম সেই ঘোষণাই দিলেন, কিন্তু পঞ্চপাণ্ডবের আড্ডা নয়। ব্যক্তিগত কারণে তামিমের নিয়মিত ফেসবুক লাইভে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
সাকিবকে ছাড়াই তাই আড্ডাটা দিতে হবে বাকি চার সিনিয়র ক্রিকেটারকে। বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আড্ডার পর তামিম জানান, লাইভ শো-এর ইতি টানতে যাচ্ছেন তিনি। ২৩ মে, শনিবার শেষ লাইভটি করবেন তামিম। তার সঙ্গে এই লাইভে অংশ নেবেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক জানান, শেষ পর্বে সিনিয়র ৫ ক্রিকেটার মিলে আড্ডা দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এ জন্য ১০-১২ দিন আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে লাইভে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন বর্তমানে ক্রিকেট নিষিদ্ধ থাকা সাকিব।
এ বিষয়ে তামিম বলেন, 'আমি একটা বিষয় পরিস্কার করে দিতে চাই। অনেকেই দেখেছি প্রশ্ন করেছে, সাকিব কবে আসবে। তো আমি তার সাথে ১০-১২ দিন আগে যোগাযোগ করেছিলাম। কারণ শেষ শো'টা আমরা ৫ জন মিলে করতে চাচ্ছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্যবসত হয়তো তার ব্যক্তিগত কোনো কারণে আমাদের সাথে যোগ দিতে পারবে না।'
সাকিব লাইভে থাকছেন না বলে এটা নিয়ে যেন সমালোচনা শুরু না হয়, সেই অনুরোধ করেছেন তামিম। তিনি বলেন, 'এটা আলোচনা করার দরকার নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতে পারে। আর এটা আমাদের সবাইকে সম্মান করা উচিত। তবে আমি বাকি চারজনের কাছে কৃতজ্ঞ যে তারা এটা করতে রাজি হয়েছে। আমরা হয়তো ৫জন মিলে এটা করতে পারব না, আমরা চারজন মিলে অবশ্যই করছি।'
শেষ লাইভ নিয়ে তামিম বলেন, '২৩ তারিখ ( ২৩ মে) রাত সাড়ে দশটায় আমরা আমাদের শেষ এপিসোডটা করব। আশা করি আপনারা উপভোগ করবেন। ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে।' এটা হবে তামিমের দশম ফেসবুক লাইভ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ করেন তিনি।