একাদশ কেমন হবে, জানিয়ে দিলেন বাবর আজম
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এর আগের দিনই পাকিস্তানের একাদশের ধারণা পাওয়া গেল। সফরকারীরা ১২ সদস্যের দল ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাববর আজম। শুরুতেই তিনি ১২ সদস্যের দল ঘোষণা করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।
মোহাম্মদ হাফিজ বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া আসিফ আলী ও ইমাদ ওয়াসিমকে এই ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি। ১২ সদস্যের দলে নেওয়া হয়েছে হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও ওয়াসিম জুনিয়রকে।
বাংলাদেশের বিপক্ষে চার দিনে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই মিরপুরে বেলা দুইটায় শুরু হবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।
প্রথম টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক),ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।