বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি ঘোষণা
শিরোপা স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু শিরোপা তো দূরের কথা, পরের রাউন্ডেই যেতে পারেনি বাবর আজমের দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার মানার আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। পরের দুটি ম্যাচ জিতলেও তা যথেষ্ট হয়নি, মেলেনি সুপার এইটের টিকেট।
বিশ্বকাপ জিততে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বাদ, তখন থেকেই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে সমালোচনা হয়ে আসছে। দেশটির সাবেক ক্রিকেটাররা চরম হতাশা প্রকাশ করা থেকে শুরু করে নিজেদের দল নিয়েই ব্যঙ্গ-বিদ্রুপ করেন। ভারতের বিপক্ষে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন। 'মেজর সার্জারি' দরকার বলে মন্তব্য করেন তিনি।
সেই পথে নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করে প্রথম পদক্ষেপ নেয় পাকিস্তান। এবার বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি। আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে রেখে ঘোষণা করা হয়েছে এই কমিটি।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করার মাধ্যমে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির কাজ শুরু হবে। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
নতুন কমিটির কাঠামোতেও এসেছে পরিবর্তন। আগের কমিটি ছিল সাত সদস্যের, এই নতুন কমিটি চারজনের। ইউসুফ ও শফিকের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের ক্রিকেটের কোচ গ্যারি কারস্টেন আর টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি–টোয়েন্টির নেতৃত্বে আছেন বাবর আজম।