করোনাভাইরাসে আক্রান্ত মেসিদের সতীর্থ
শুক্রবার রাতে বিধ্বস্ত হতে হয়েছে বার্সেলোনাকে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা। এমন লণ্ডভণ্ড অবস্থার মাঝে আরও একটি দুঃসংবাদ শুনতে হলো কাতালানদের। বার্সেলোনার ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। চ্য্যাম্পিয়ন্স লিগের মিশনে দলের সঙ্গে লিসবনে ছিলেন না ফরাসি এই ডিফেন্ডার।
যদিও তার না থাকার কারণ করোনাভাইরাস নয়। চোটের কারণে আগেই দলের পরিকল্পনার বাইরে ছিলেন উমতিতি। এবার করোনায় আক্রান্ত হওয়ায় নিজেকে পুরোপুরিভাবে আলাদা রাখতে হচ্ছে মেসি-সুয়ারেজদের এই সতীর্থকে।
করোনাভাইরাসে আক্রান্ত হলেও সুস্থ আছে উমতিতি। এমনকি তার শরীরে কোনো উপসর্গও নেই। শারীরিক অবস্থা ভালো থাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন ফরাসি এই তারকা ফুটবলার।
গত জুলাইতে হাঁটুর ইনজুরিতে পড়েন উমতিতি। তখন থেকেই দলের বাইরে আছেন তিনি। ইনজুরির সঙ্গে এবার হলো করোনাভাইরাস। সব মিলিয়ে কঠিন অবস্থার মধ্য দিয়েই যেতে হচ্ছে তাকে।