করোনার ভ্যাকসিন নিলেন মুস্তাফিজ-সাইফউদ্দিনরা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েই রেখেছিল, করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ক্রিকেটাররা। সেই মোতাবেক ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ভ্যাকসিন নেন তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদসহ ছয় ক্রিকেটার।
শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন আরও নয় ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন, হাসান মাহমুদ এবং মোহাম্মদ মিঠুন। নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষণা করা ২০ সদস্যের দলে এই নয় ক্রিকেটারই আছেন।
ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন নেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ। তিনি জানান, ক্রিকেটারদের পাশাপাশি ভ্যাকসিন নিয়েছেন বিসিবির কয়েকজন স্টাফও।
জামিল আহমেদ বলেন, 'আজ জাতীয় দলের আরও ৯ ক্রিকেটার ভ্যাকসিন গ্রহণ করেছেন। তারা সবাই সুস্থ আছেন। তাদের পর্যবেক্ষণ সময় শেষ করার পরে সবাই হাসপাতাল ত্যাগ করেছেন। সঙ্গে ক্রিকেট বোর্ডের কিছু স্টাফও ভ্যাকসিন নিয়েছেন। তাদের তথ্য মতে আজ হয়তো আর জাতীয় দলের ক্রিকেটাররা কেউ আসবেন না।'
ভ্যাকসিন নেওয়ার পর ক্রিকেটারদের মধ্যে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিন নেওয়ার পর ২০ মিনিট পর্যবেক্ষণে ছিলেন নয় ক্রিকেটার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক জামিল আহমদ জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন।